Sunday, December 12, 2010

কম্পিউটার এ লোকালহোষ্ট সেটআপ এবং লোকালহোষ্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল এর পদ্ধতি

লোকালহোষ্ট হল আপনার কম্পিউটার কে সার্ভার বানানো। কম্পিউটার কে সার্ভার বানানোর ব্যাপারটা আমি একটু ব্রিফ করি-
লোকাল সার্ভার তৈরীর জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন- Wamp, Xampp ইত্যাদি। তন্মধ্যে Xampp সফটওয়্যার টা খুব জনপ্রিয় এবং ফ্রী! তাহলে প্রথমে Xampp সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এই লিংক থেকে-

ডাউনলোড হয়ে গেলে এবার ইন্সটল করুন-
OK Button Press করুন।
নেক্সট বাটন প্রেস করুন।
নেক্সট বাটন প্রেস করুন।
“Install Apache as service” & Install MySQL as service” এই দু’টো বক্স এ টিক মার্ক দিয়ে “Install” এ প্রেস করুন।
Finish বাটন প্রেস করার সাথে সাথে আপনার কাজ শেষ। তারপর নিচের মত একটা ম্যাসেজ দেখাবে-
“Yes” প্রেস করুন।
এবার উপরের মত একটা উইন্ডো শো করবে। “Apache” & “MySQL” এর পাশে “Start” বাটন প্রেস করে এই সার্ভিস গুলো চালু করুন।ব্রাউজার এ গিয়ে টাইপ করুন – http://localhost   । উপরের মত একটা উইন্ডো শো করবে। English এ ক্লিক করে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন।
লোকালসার্ভার তৈরী হয়ে গেল।
তো আর কি?  http://localhost/phpmyadmin এ গিয়ে ডাটাবেজ তৈরী করুন এই ভাবে-
“Create new database” Box এ আপনার ডাটাবেজ এর নাম দিন। যেকোন নাম দিতে পারেন। ডাটাবেজ তৈরী হয়ে গেলে আপনার লোকালহোষ্ট এর ফোল্ডার পাবেন সি ড্রাইভে Xampp নাম এ। Xampp ফোল্ডারে প্রবেশ করে htdocs নাম এর আরো একটি ফোল্ডার পাবেন। এটিই আপনার সার্ভার এর ফোল্ডার।
htdocs এ ওয়ার্ডপ্রেস এর ফোল্ডার টি কপি করে এনে পেষ্ট করে দিন। তারপর সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল
পোষ্ট টা পড়ে এই অনুযায়ী কাজ করুন। হয়ে যাবে আপনার কাজ। মনে রাখবেন- আপনার লোকালহোষ্ট এর ডিফল্ট
Username : root

1 comment:

  1. local host e wordpress kivabe install korbo ata to dektesina... apnar dea link tao kaj kore na....help me please

    ReplyDelete