নিজে একটু সচেতন হলেই কিন্তু নিজের account আপনি নিজেই secured অবস্থায় রাখতে পারবেন । আমাগো দেশের বালের কিছু পলাপাইন ফেইসবুক, টুইটার,
জিমেইল......ইত্যাদির account সাধারনত হ্যাক করে ২টি উপায়ে ।
১। Fake Login দিয়ে
২। Keylogger দিয়ে
Fake Login : এই জিনিসটা একটু মজার এবং বুঝার জিনিসও বটে । Fake Login টা হল সামান্য একটা ওয়েব পেইজ । এই ওয়েব পেইজ টি বানাতে আগে অনেক কষ্ট করা লাগত যখন এই চোরা বুদ্ধি মাত্র মার্কেট এ আসে । কিন্তু এখন এটা পুরাপুরি বাচ্চাদের খেলা । এটার কাজ কিভাবে করে এটা বলি ।
আপনি যখন ফেইসবুক বা যেকোন account এ login করার সময় আপনার id and password
লেখেন, তখন অই পেইজ এর জন্য এমন একটা ফাইল ওয়েব সার্ভারে upload করা থাকে, যা আপনার id and password টিকে ওয়েব সার্ভার এর একটা address এ পাঠায় । যদি id and password ঠিক থাকে তাহলেই একমাত্র আপনাকে redirect করা হয় । যেই ফাইল টা এত মহান কাজ টা করে সেটা হল মাত্র কয়েক kb এর একটা php ফাইল । হ্যাকার ভাইজান আগে ঠিক করে সে কোন পেইজ এর fake login বানাবে । তারপর সে অই পেইজটা HTML হিসেবে Save করে এর source code টা বের করে (ctrl+u)। সেইখানে চান্দু কিছু কোড change করে
এবং অই php ফাইল এর address change করে নিজের বানানো php ফাইল এর address দেয়, যেটার কাজ অই পেইজ়ে লেখা id and password টিকে সেইভ করে রাখা । তারপর অই edited html page and php file টা দিয়া একটা ওয়েবসাইট বানায়, যা দেখতে হুবুহু হয় মেইন পেইজ এর মত । কারন শালাতো একই source code ব্যবহার করে । মনে করেন সে Facebook এর গ্রুপ পেইজ গুলার মত একটা পেইজকে কপি করে অইটার fake login বানালো আর address টা আপনাকে দিয়ে বলল এই গ্রুপে ভাল জিনিস আসে । আপনি ত লাফায় লাফায় অই address এ যাবেন, গিয়ে দেখবেন আরে এ তো আমার চিরচেনা facebook এর পেইজ । login panel থাকবে, login করবেন আর অই id and password সেইভ হয়ে যাবে হ্যাকার ভাই এর জন্য। login
ক্লিক করার সাথে সাথে আপনি অই ভাই এর ফিক্স করা ওয়েবে চলে জাবেন। আপনার মনে হবে আপনি নরমাল লগ-ইন করছেন । বুঝছেন কান্ড ????
Keylogger : এবার আসা যাক Keylogger এর কথায় । Keylogger হইল ৫-৮ মেগাবাইটের ছোট্ট একটা প্রগ্রাম । নেট এর অনেক ওয়েবসাইটে অনেক Keylogger ই পাওয়া যায় । এদের install করার পর অই pc থেকে যদি কোন ব্যাংক এর account এও login করা হয়, তাও হ্যাক করা সম্ভব । facebook, gmail,....... এগুলা ত পান্তাভাত ।অই প্রগ্রামটা একবার ইন্সটল হইলে তা
control panel এও show করে না । এই প্রগ্রাম আশলে করে কি, কীবোর্ড থেকে টাইপ করা সবকিছুর রেকর্ড রাখে সে । এমনকি, কোন website এ গেসেন, কখন login করলেন......বলতে গেলে সবকিছুর । আপনি কোন কম্পিউটার থেকে কোন account এ login করতে গেলে আপনাকে সবকিছুই টাইপ করতে হয় কীবোর্ড দিয়ে।আপনার password টি কম্পিউটার এর স্ক্রীনে দেখায় ******* আকারের ,কিন্তু Keylogger ঠিকই বুঝে ফেলে অই ** এর পিছনে কি আছে ।কারন সেতো আপনার কীবোর্ড এর প্রত্যেক ক্লিক মনে রাখে । আপনি কম্পিউটারে বসে কি করেন, কোথায় জান, সবকিছুর এ খবর রাখে এই প্রগ্রাম । লাগবে Keylogger ????
কেউ যদি আপনাকে বলে যে সে আপনার password জানে, তাইলে বুঝে নিবেন, সে কম্পিউটার ঘেটে বা অন্য কোন মাধ্যমে তা জান্সে । সরাসরি আপনার password বের করার system হল অই পুরা server টাই হ্যাক করা ।যেটা প্রায়......থাক আর বললাম না । হ্যাকিং এর আরও আরও technic আছে ।কিন্তু উপরের দুইতাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় । পরে আরও শেয়ার করব হ্যাকিং বার্তা ।বলব হ্যাকিং নিয়ে অনেক tips & tricks।আপাতত আসি ।
নিজের account নিজেই secured অবস্থায় রাখতে
১। কখনো কারো কথায় কোন অচেনা কোন পেইজ়ে login কইরেননা ।
২।খুব খুব বেশি দরকার না পরলে নিজের কম্পিউটার ছাড়া অন্য কোন কম্পিউটার দিয়া login কইরেননা ।করলে logout করবেন must ।
৩। নিজের password নিজের বউরেও বলবেন না ।
৪। আপনার পরিচিত কোন মানুষের নাম, বা কোন নাম্বার বা এমন কোন কিছু password হিসেবে দিয়েন না যা সহজেই মানুষ
চিন্তা করতে পারবে ।
৫। email address password আর fb password একই না রাখাই ভাল ।
No comments:
Post a Comment