Friday, December 31, 2010

অফিস ফাইল কনভার্টার ২০০৩ থেকে ২০০৭!

অফিস প্রোগ্রাম (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট) ব্যবহারকারীদের যারা অফিস ২০০৩ শিখেছেন বা ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছেন তাদের জন্য সুখবর। একেক জন অফিসের একেক ভার্সন ব্যবহার করার কারণে অন্যের কাছ থেকে নেয়া অফিস ফাইলটি অনেক সময় ব্যবহার যোগ্য হয় না ভার্সন অমিলের কারণে।

অফিস ২০০০ কিংবা ২০০৩ এ অফিস ২০০৭ এর ফাইল খুলবে না সামর্থন না করার কারণে। মাইক্রোসফট এই সমস্যা দূর করার জন্য একটি কম্প্যাবিলিটি প্যাক রিলিজ করেছে। ছোট এই প্রোগ্রামটি ইন্সটল করলে আপনি আপনার কম্পিউটারে ইন্সটলকৃত অফিস ২০০০ বা ২০০৩ এ অফিস ২০০৭ এ তৈরী করা ফাইল খুলতে বা সেভ করতে পারবেন।
প্যাকটি নিম্নোক্ত লিংক থেকে ডাউনলোড করে নিন।
এই প্যাকটি নি:সন্দেহে অনেকের স্বস্তি এনে দেবে। সবাইকে ধন্যবাদ

1 comment: