সার্ভার
উইকিলিকস যখন যুক্তরাষ্ট্রের কুটনৈতিক নানা গোপন তথ্য ফাঁস করে দিতে শুরু করে, ঐ সময় উইকিলিকসের যাবতীয় তথ্যাদি সংরক্ষিত ছিল সুইডিশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বানহফ-এ। এদের ডেটা স্টোরেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ও বর্তমানে পরিত্যক্ত এক বাঙ্কারে অবস্থিত। মূলত এটিই উইকিলিকসের সার্ভার রুম, যেখানে ২৫০,০০০ গোপন তথ্য সংরক্ষিত রয়েছে।
প্রবেশ পথ
স্টকহোমের শহরতলীতে অবস্থিত একটি পার্কের ১০০ ফুট নিচে অবস্থিত এই ডেটা স্টোরেজ।
ক্যাভার্ন
ডেটা স্টোরেজের সঙ্গে অবস্থিত অফিসটি রিডিজাইন বা নতুন করে তৈরির সময় প্রকৌশলীরা ১৯৬০-এর জেমস বন্ড ছবি থেকে আইডিয়া নিয়েছেন বলেও জানা গেছে।
ব্যাকআপ প্ল্যান
কোনো কারণে বিদ্যুৎ সমস্যা দেখা দিলেও যেন সমস্ত সুযোগ-সুবিধাগুলো চালু থাকে তা নিশ্চিত করতেই দু’টি পুরনো জার্মান সাবমেরিন ইঞ্জিন জরুরী ব্যাকআপ জেনারেটর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মিটিং রুম
মূল সার্ভার রুমের ঠিক উপরেই একটি বাতিল গ্লাস করিডর এবং একটি গোলাকার কাঁচের মিটিং রুম রয়েছে।
অফিস স্পেস
ভূগর্ভস্থ অফিস যেন আরামদায়ক ও প্রকৃতির কাছাকাছি মনে হয় সেজন্য রয়েছে নকল গাছ, ঝর্ণা ও অ্যাকুরিয়ামের ছোঁয়া!
এখন পর্যন্ত নিশ্চিন্তেই সুইডেনের এই ভূগর্ভ থেকেই গোপন তথ্যাদি ফাঁস করে আসছে উইকিলিকস। বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডোমেইন রেজিস্ট্রেশন করে রেখেছে এর কর্তৃপক্ষ। ফলে, মূল সাইট ছাড়াও আরো অনেক মিরর সাইটের মাধ্যমে উইকিলিকসের ডেটা দেখা সম্ভব। সুইডেনে বসে এসব ডেটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে কারণ সুইডিশ নিয়মানুসারে কর্তৃপক্ষ কোনো তথ্যের উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারে না। তাই স্টকহোমের বাতিল ওয়ার বাঙ্কারকে উইকিলিকসের তথ্যভাণ্ডার হিসেবে ব্যবহার করার ‘আদর্শ স্থান’ বলেই অভিমত টাইম ম্যাগাজিনের।
No comments:
Post a Comment