Saturday, December 18, 2010

ইন্টারনেটে গণিতের নানা আয়োজন

img
নবমবারের মতো শুরু হচ্ছে গণিত উৎসব। উৎসব সামনে রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ বাড়ছে। গণিতের নানা খবর নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট (www.matholympiad.org.bd)। এ ওয়েবসাইটে গণিতের নানা খবরের পাশাপাশি অলিম্পিয়াড রিসোর্সে পাওয়া যাবে গণিতবিষয়ক আর্টিকেল, টিউটোরিয়াল, গণিতের বইয়ের খবর। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) বাংলাদেশের অবস্থানের তথ্য পাওয়া যাবে বাংলাদেশ ইন আইএমও লিংকে। পূর্বে অনুষ্ঠিত গণিত উৎসবের প্রশ্ন পাওয়া যাবে বিডিএমও প্রশ্ন বিভাগে। এ ছাড়া গুরুত্বপূর্ণ লিংক বিভাগে আইএমও, এশিয়া প্যাসিফিক ম্যাথ অলিম্পিয়াডসহ গণিতের আন্তর্জাতিক নানা খবর পাওয়া যাবে। গণিত ইশকুল বিভাগের সব তথ্য রয়েছে প্রথম আলোয় প্রকাশিত গণিত ইশকুল পাতায়। এর পাশাপাশি এবারই প্রথম চালু হয়েছে গণিত অলিম্পিয়াড ব্লগ (www.matholympiad.org.bd/blog)। এতে গণিত উৎসবের নানা ঘটনার তাৎণিক আপডেট থাকবে। এ ছাড়া গণিত উৎসবসম্পর্কিত নানা খবরও পাওয়া যাবে গণিত ব্লগে। গণিত ব্লগ ছাড়াও গণিতের নানা বিষয়ে আলোচনা করতে চালু হয়েছে গণিত ফোরাম (www.matholympiad.org.bd/forum)। উৎসবের নানা তথ্য নিয়ে প্রথম আলোর ওয়েব সংস্করণের থাকছে বিশেষ আয়োজন। এ ছাড়া সারা দেশে অনুষ্ঠিত গণিত উৎসবের তথ্য ইন্টারনেট রেডিও রেডিও বিজয় (www.radiobijoy.com) সম্প্রচার করবে এবং ঢাকা উৎসবের পুরো অনুষ্ঠান ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে কম্পিউটার জগৎ (www.comjagat.com)। এছাড়া ফেসবুকে বিডিএমও'র অফিসিয়াল পেজে এবং টুইটারে থাকছে খরব। সব মিলিয়ে পুরো গণিতের আয়োজনের নানা খবর পাওয়া যাবে ইন্টারনেটেও।

No comments:

Post a Comment