জুস্ একটা সফটওয়্যার ইনষ্টল করলেন কিন্তু রিষ্টার্ট দেয়ার পর কিংবা শাট-ডাউন দিয়ে রিওপেন করার সময় আপনার কম্পিউটার ওপেনই হচ্ছে না? অনেক সময় এই রকম হয় সফ্টওয়্যারটি যদি আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম অথবা হার্ডওয়্যারের সাথে ম্যাচ না করে।
তাতে কি- সমাধান আছে না? চলুন জেনে নিই-
পদ্ধতি-০১
অনেক চাপাচাপি কিংবা রিসেট বাটনের বারটা বাজানোর পর যদি দেখেন কম্পিউটারটি চালু হচ্ছে তাহলে গুজ লেংটি দিয়ে দৌড় মারুন এবং তৎক্ষণাত কন্ট্রোল প্যানেল থেকে সফ্টওয়্যারটি রিমুভ করে দিন।
পদ্ধতি-০২
কম্পিউটার এর পাওয়ার অন করার পরপর কীবোর্ডের এফ-৮ বাটনটি প্রেস করতে থাকুন। সিস্টেম স্টার্টআপ মেনু আসলে সেখান থেকে Last known good configuration নির্বাচন করে কম্পিউটারটি চালু হতে দিন
No comments:
Post a Comment