ধাপ দুই:-এরপর যে উইন্ডোটি ওপেন হবে সেখান থেকে যথাক্রমে: HKEY_LOCAL_MACHINE>SOFTWARE>Microsoft>Windows>Current Version>Explorer>Advanced>Folder>Hidden>SHOWALL এ ক্লিক করতে হবে।
ধাপ তিন :- এরপর ডানপাশে যে লিষ্টটি দেখবেন সেখান থেকে CheckedValue তে ডাবল ক্লিক করতে হবে।
ধাপ চার :- সবশেষে Value data থেকে 1 কেটে 0 লিখতে হবে এবং OK করতে হবে।
ব্যস হয়ে গেল আর কোন হিডেন ফাইল বা ফোল্ডার টুলস্ মেনু শো করার পরও শো করবে না।
হিডেন ফাইল বা ফোল্ডার আবার দেখতে চাইলে উপরের জায়গায় গিয়ে যেখানে 0 দেয়া আছে সেখানে আগের মত করে 1 দিলেই আবার সব ফাইল বা ফোল্ডার দেখা যাবে।
No comments:
Post a Comment