আমরা অনেকেই এখন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি। আমাদের ব্যবহারিক কিছু অসাবধানতার কারণে এর ব্যাটারী ব্যাকআপ নিয়ে বার বার সমস্যায় পড়ি। তাছাড়া বর্তমান সময়ের ল্যাপটপগুলোর ব্যাটারীগুলো খুব দীর্ঘস্থায়ী নয়। তাই এগুলো ব্যবহার করতে হয় আরো যত্ন নিয়ে যাতে ওয়ারেন্টি শেষ হওয়ার সাথে সাথেই ব্যাটারীটি নষ্ট না হয়। কারণ একটি ল্যাপটপের ব্যাটারী নষ্ট হওয়া মানেই হল ন্যূনতম ৫০০০ থেকে ৬০০০ হাজার টাকা চলে যাওয়া। তাই ব্যাটারী সংক্রান্ত কিছু টিপস্ দেওয়ার চেষ্টা করলাম।
১। ব্যাটারীটি সপ্তাহে অন্তত একবার ৮০% ডিসচার্জ করুন।
২। ল্যাপটপ চালানো অবস্থায় বার বার চার্জারের কানেশন খোলা-লাগানো থেকে বিরত থাকুন।
৩। অবশ্যই ল্যাপটপের অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
৪। এক নাগাড়ে ১/২ মাস ল্যাপটপ চালানো বন্ধ রাখতে হলে ব্যাটরীটি ডিসচার্জ করা থাকলে ভালো হয়।
৫। ব্যাটারী অতিমাত্রায় গরম হলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
৬। নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে অবশ্যই ফুল চার্জ হয় কিনা দেখে কিনুন।
৭। BatteryMon সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং এটি দিয়ে মাঝে মধ্যে ব্যাটারী চার্জিং এবং ডিসচার্জিং রেট দেখুন। চাজিং এবং ডিসচার্জিং রেট হবে সোজা লাইন আকৃতির, এতে কোন প্রকার গরমিল পেলে ধরে নিতে হবে ব্যাটারীতে সমস্যা রয়েছে।
No comments:
Post a Comment