যারা বার বার মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ইন্সটল করেন তাদের জন্য আজ একটি ছোট্ট টিপস দেব। সাধারণত অফিস প্রোগ্রামটি যতবার ইন্সটল করা হয় ততবারই এর সিরিয়াল নম্বরটি দিতে হয়। অনেক সময় এটি বিরক্তিকর বা সময় নষ্টকারী মনে হয়। তাই এখন দেখব কিভাবে সিরিয়াল নম্বরটি অফিস প্রোগ্রামের সাথে পুরোপুরি সংযুক্ত করে দেওয় যায়।প্রথমে অফিস প্রোগ্রামটি আপনার কম্পিউটারে কপি করে নিন। এবার অফিসের সেটআপ ফোল্ডার থেকে setup.ini ফাইলটি খুজে বের করে ফাইলটি খুলে নিচের মতো করে যুক্তি করুন, খেয়াল রাখুন এক্ষেত্রে সিরিয়াল নম্বরগুলো মাঝে যেন কোন স্পেস না থাকে এবং আপনি সেটআপ ফাইলটি খুজে পাবেন direct root এ অথবা FILES/SETUP ফোল্ডারে।
\\PIDKEY=<product key without dashes> in option section>\\
[Options]
PIDKEY=********************
No comments:
Post a Comment