১- ফাইল পুনঃউদ্ধার করতে সক্ষম
২- মুছে যাওয়া হার্ড-ডিস্ক পার্টিশন ফিরিয়ে আনতে সক্ষম
৩- ISO ইমেজকে সিডিতে রাইট করতে সক্ষম।
এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার মুছে যাওয়া হার্ড-ডিস্কের পার্টিশন উদ্ধার করবেন।
প্রথমে আমি আমার কম্পিউটারের E,F,G হার্ড-ডিস্ক পার্টিশনগুলো ডিলিট করব। নিচের ছবিটি দেখুন

আমার ঐ হার্ড-ডিস্ক পার্টিশন ডিলিট করার পর আমার কম্পিউটারের হার্ড-ডিস্কের বর্তমান অবস্থা নিচের ছবিতে

এখন ডিলিট হয়ে যাওয়া হার্ড-ডিস্ক পার্টিশন ফিরিয়ে আনার জন্য Active Recovery Software টি ইন্সটল করে Start menu থেকে Active Partition Recovery প্রোগ্রামটি অপেন করতে হবে। অপেন করার পরে নিচের মত একটি ছবি আসবে।

এইখান থেকে এখন আমি আমার পুরো হার্ড-ডিস্কটি সিলেক্ট করে Super Scan করব।

এখন এইখান থেকে ডিলিট করা হার্ড-ডিস্ক পার্টিশন ফিরিয়ে আনতে Start -এ ক্লিক করতে হবে। এরপর পার্টিশন রিকভার করার কাজ শুরু হবে। পার্টিশন রিকভার হয়ে গেলে, এখন কাঙ্খিত ড্রাইভটি সিলেক্ত করে Recover-এ ক্লিক করতে হবে।

হার্ড-ডিস্ক পার্টিশন রিকভার হয়ে গেলে কম্পিউটার একটি মেসেজ দিবে নিচের ছবির মত

এখন দেখুন আমার কম্পিউটারে আমার ডিলিট করা E Hard Disk Partition-টি রিকভার হয়ে গেছে। নিচের ছবিতে দেখুন

ডাউনলোড Active recovery full version
No comments:
Post a Comment