ছোট ছোট কিছু উইন্ডোজ ইউটিলিটি প্রোগ্রাম আমাদের ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রম সুবিধা দিতে পারে। এগুলোর জন্য হয়তো অনেকেই সার্চ করে ভাল ফলাফল পাননি। এমন কয়েকটি সফটওয়্যারের তথ্য দিচ্ছি :
কী-লগারঃ
কী-লগারের কাজ কম্পিউটারের লেখালেখি সংক্রান্ত সকল তথ্য মনিটরিং করা। কীবোর্ডে যা টাইপ করা হবে তারই একটি লগ আপনার কাছে তুলে ধরবে কী-লগার যেমন- মাইক্রোসফট ওয়ার্ডের টাইপ, ওয়েবএড্রেস ইত্যাদি। আরেকটি মজা হলো আপনার বিনা অনুমতিতে যদি কেউ আপনার কম্পিউটারে বসে ইন্টারনেট ব্রাউজ করে বা কোথাও পাসওয়ার্ড দেয়, তাহলেই কাজ সাড়া। কারণ কী-লগার সেই ইউজার নেম আর পাসওয়ার্ড রেকর্ড করে রাখবে। সোজা কথা এটা ঝামেলাবিহীন হ্যাক। আমার প্রদত্ত কী-লগারগুলো শুধু হোম সিকিউরিটির জন্য তবে এটার সাহায্যে হ্যাকিংও করা যায় কারণ এটি পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারে।
Family Keylogger
কী-লগারগুলোর মধ্যে এটার ব্যবহার অনেক সোজা এবং কোনো জটিল ফাংশন নেই। ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল করলে টাস্কবারে একটা আইকন দেখাবে। আইকনটিতে ডাবল ক্লিক করলে নোটপ্যাড চালু হবে। সেখানে কীবোর্ডে যা যা টাইপ করেছেন তা লেখা থাকবে। চাইলে আইকনটি হাইড করে রাখতে পারেন। সাইজ মাত্র ১২৯ কিলোবাইট।
ডাউনলোড লিংক
Revealer keylogger:
এটি প্রায় ফ্যামিলি কী-লগারের মতই। সাইজ মাত্র ৯৫ কিলোবাইট। এটার মেনুগুলো হল:
- লালটিতে ক্লিক করলে মনিটরিং করা শুরু হবে।
- হাইড করতে পারবেন। ctrl+alt+F9 চাপলে চলে আসবে।
- যা টাইপ করা হবে তা এখানে দেখা যাবে।
- সেভ হবে।
- সেটিংস পরিবর্তন এবং uninstall করতে পারবেন।
ডাউনলোড লিংক
স্ক্রীন রেকর্ডারঃ
এর সাহায্যে স্ক্রীনে যা যা করা হচ্ছে তা ভিডিও করে রাখা যায়মাত্র ১.১৮ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এর ব্যবহারবিধিও সোজা। সেটআপ করার পর F9 চাপলে রেকর্ডিং শুরু হবে এবং F10 চাপলে রেকর্ডিং শেষ হবে এবং সাথে সাথে যা যা রেকর্ড করেছেন তার ভিডিও দেখানো হবে।
ডাউনলোড লিংক
ফুল ভার্সন সিরিয়াল ডাউনলোড
স্ক্রীনশট নেওয়ার দারুণ একটি সফটওয়্যারঃ
সাধারণত স্ক্রীনশর্ট নেয়ার (ভিডিও বাদে) জন্য কোনো সফটওয়্যার লাগে না। যারা জানেন না জেনে রাখুন- যে অবস্থার স্ক্রীনশট নেবেন উইন্ডোটি প্রদর্শিত অবস্থায় Print ScreenSysRq (কী বোর্ডের মাঝের ইউনিট/ডান পাশে) চাপুন। তারপর Start All Programs > Accessories > Paint-এ গিয়ে পেষ্ট করুন। তবে এই ভাবে চাহিদামত স্ক্রীনশর্ট নেওয়া যায় না। তাই আজ স্ক্রীনশর্ট নেয়ার চমৎকার একটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সফটওয়্যারটির নাম zeallsoft super screen capture. এটি শুধু স্ক্রীনশর্টই নেয় না, স্ক্রীনের অডিও, ভিডিও সব ক্যাপচার করে। আর এটি মাত্র ১.৪ মেগাবাইট। সাথে ফুল ভার্সন সিরিয়াল কী।
সফটওয়্যারটি ইনস্টল করলে টাস্কবারে একটি আইকন তৈরী হবে। সেটাতে মাউসের রাইট বাটন ক্লীক করলে বিভিন্নভাবে স্ক্রীনশট এবং অডিও, ভিডিও করার অপশন পাওয়া যাবে।
স্ক্রীনশর্ট নেয়ার পর তা পাওয়ার জন্য টাস্কবারের আইকনটিতে মাউসের লেফট বাটন ক্লিক করলে একটি বক্স আসবে। সেখান থেকে tools এ গেলে স্ক্রীনশটগুলো পাওয়া যাবে।
No comments:
Post a Comment