আমাদের মনটা অনেক মূল্যবান যাকে সহজে কষ্ট দেওয়া ঠিক না। তাই মনে আনন্দ ফিরে পাওয়ার জন্যই Glary Utilities এমন একটি option তৈরি করেছে যা ৩০-৫০দিন পর্যন্ত আগের ডিলিট করা ফাইল বা মুভি তা যত বড় সাইজের হক না কেন ফিরিয়ে আনা যায়।
ডিলিট ফাইল ফিরিয়ে আনার নিয়মাবলিঃ
১. Glary Utilities প্রোগ্রামটি open করে file bar এর modules এ যান।
২. Privacy & Security এ ক্লিক করলে File Undelete নামের একটি অপশন আসবে। ক্লিক করুন।
৩. যে ড্রাইভ থেকে ডিলিট করেছেন সেই ড্রাইভ সিলেক্ট করে search এ ক্লিক করুন।
৪. কিছুক্ষন অপেক্ষার পর ওই ড্রাইভে যত ফাইল ডিলিট হইছে তা আপনাকে দেখাবে।
৫. সেখান থেকে আপনার প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করে নিচে Restore এ ক্লিক করে কথায় Restore করবেন তা দেখিয়ে দিয়ে ok দিন। ৫-১০ সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবেন আপনার হারানো ফাইল বা মুভি।
বিঃ দ্রঃ ড্রাইভের পার্টিশন পরে ফেললে ফাইল ফিরে পাওয়া যাবে না।
Glary Utilities আরও কিছু প্রোগ্রাম আছে যা নিত্যদিনে দরকার হয়। যেমনঃ
১. SPYWARE remove করে।
২. Drive এ কোন অপ্রয়োজনীয় temp বা cookies থাকলে remove করে।
-->temp আর cookies এই দুটোই চরম খারাপ একটা জিনিস। কম্পিউটারকে slow আর বিপদে ফেলানোর জন্য যথেষ্ট এমনকি এরাই দায়ী। virus খুব তাড়াতাড়ি কম্পিউটারকে আক্রোমন করতে এরাই সাহায্য করে।
৩. অপ্রয়োজনীয় Shortcut icon থাকলে remove করে।
-->Shortcut icon মানে এর আসল ফাইল ডিলিট করা হয়েছে কিন্তু এর Shortcut টি কোথাও থেকে থাকে যা আমরা খেয়াল করি না এগুলো জমে থাকতে থাকতে কম্পিউটার RAM এর উপর অনেক চাপ প্রয়োগ করে যার ফলে কম RAM ব্যবহারকারীদের কম্পিউটার slow হয়ে যায়।
৪. Empty folder ডিলিট করতে সাহায্য করে।
-->Empty folder কম RAM ব্যবহারকারীদের কম্পিউটার slow করে দেয়।
এছাড়াও এতে অনেক সুবিধা রয়েছে। ব্যবহার করলেই বুঝতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ
[url]http://download.cnet.com/3001-2094_4-10508531.html?spi=6b2c193ff2991a7225f185bc93589889[/url]
কিন্তু আপনি এটা trial version পাবেন। যাতে অনেক option ই কাজ করবে না। full version উপভোগ করতে serial number টা ডাউনলোড করে নিন। registration option টি ক্লিক করে name ও serial number দিয়ে ok করে বেরিয়ে আসুন।
লিঙ্কঃ [url]http://www.mediafire.com/?vsk35tcus1df7qv[/url]
No comments:
Post a Comment