Saturday, December 25, 2010

মশা নিয়ে যত যন্ত্রনা: সমাধান করুন আজই

মশা অতিবিরক্তিকর প্রাণী। এই ছোট্ট একটা প্রাণীর বিরক্তিকর গুণ গুণানিতে আমাদের অবস্থা মৃতপ্রায়: হয়ে উঠে। মশা মারতেও পারি না আবার ধরতেও পারি না। মশা মারা জন্য আমাদের মানব সমাজে যেই সকল বিষ তৈরী হয়েছে তাহল-
  • মশার স্প্রে
  • মশার কয়েল
  • মশার লোশন (Odomos) যা গায়ে মাখলে মশা ধরে না।
  • মশারী
  • ইলেক্ট্রিক ব্যাট (মসকুইটো ব্যাট)
  • লিকুইড (যা ইলেক্ট্রিক প্লাগে লাগিয়ে রাখলে মশা দূরীভূত হয়) ইত্যাদি।
এই ছোট্ট একটা প্রাণীর জন্য আমাদের অর্থের এত অপচয়। মাঝে মাঝে মনেহয় মানুষ হিসেবে আমরা কতই না অসহায় :( । মশার কামড়ে যে সকল ভয়ংকর মরণব্যাধী রোগ হয়-
  • ডেঙ্গু
  • ম্যালেরিয়া
  • ফাইলেরিয়া
  • গোদ রোগ ইত্যাদি।
আসলে এই মশার উৎপত্তি হয় আমাদের অসচেতনার কারণেই। যেমন-
  • পঁচা ময়লা ঘরের কোনায় ৩-৪ দিন ধরে ফেলে রাখলে
  • ঘরের অন্ধকার স্থানে পানি জমে থাকলে
  • টবে পঁচা পানি জমিয়ে রাখলে
  • ফ্লাওয়ার বেইজের পানি থেকে
  • খোলা ড্রেইন থেকে ইত্যাদি।
এই মশা তাড়ানোর জন্য এক ধরণের সফটওয়্যার আবিষ্কৃত হয়েছে। যার নাম “Anti-Mosquito”। সফটওয়্যারটি রান করালে আপনার টাস্কবারে ছোট্ট একটি আইকনের মত উঠে থাকবে। মূলত: এই সফটওয়্যারটি রান করালে এক ধরণের ওয়েভ বা তরঙ্গ সৃষ্টি হয় যা আলট্রা সাউন্ড ওয়েভ নামে পরিচিত। ভাল স্পিকার না হলে সফটওয়্যারটি দিয়ে কাজ হয় না। আলট্রা সাউন্ড ওয়েভ মানুষ শুনতে পায় না কিন্তু মশাদের জন্য এই সাউন্ডটি বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।
আপনি চাইলে এই সফটওয়্যারটি মোবাইলেও ব্যবহার করতে পারেন। তবে মোবাইলে ভলিউম সর্বোচ্চ দিয়ে রাখতে হবে।

No comments:

Post a Comment