Friday, December 24, 2010

দ্বিগুণ গতিতে ফাইল কপি


মেমোরী কার্ড, পেন ড্রাইভ ও কম্পিউটারের ফাইল আরো দ্রুত কপি করার  জন্য অনেকদিন ধরে সফটওয়্যার খুজছিলাম, অবশেষে একটা পেলাম। ভালই। অন্যান্য কিছু দারুণ ফিচার রয়েছে। ব্লগার ভাইরা ব্যবহার করে দেখতে পারেন। সরাসরি লিংক দিলাম

No comments:

Post a Comment