Tuesday, May 31, 2011

মোবাইল চোরকে আটকে দিন বাংলাদেশে ব্যবহার উপযোগী সফটওয়্যার দিয়ে…

আজ আমি এমন একটা সফট এর কথা জানাব যেটা আমাদের বাংলাদশের প্রতিটা মোবাইল ব্যবহারকারীদের এর জন্য “ফরজ” । সফটওয়্যারটির নাম “FindMe”। আর এটা জাভা অথবা সিম্বিআন অপারাটিং সিসটেম এর যে কোন মোবাইল এ কাজ করবে । এটা মোবাইল এ ইন্সটল করে নিলে আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা আমাদের দেশের অন্ধকার রাস্তায় দাড়িয়ে থাকা ফকিরনির ছেলেরা যদি চায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে।

কারন আপনি যখন সফটটা মোবাইল এ ইন্সটল করে সেটিং এ যাবেন তখন আপনার কাছে তিনটা জিনিস চাবে একটা হল অলটারনেট মোবাইল নাম্বার, আর একটা হল ইমেইল এড্রেস । আর একটা হল পাসওয়ার্ড

এবার বলি এটা কিভাবে কাজ করবে-
আপনার মোবাইলে যদি অন্য কোন সিম ঢোকানো হয় তাহলে সাথে সাথে ম্যাসেজ চলে যাবে ঐ নাম্বারে যেটা আপনি এই সফট টা মোবাইলে ইন্সটল করার সময় দিয়েছিলেন আর মেইল চলে জাবে ঐ ইমেইল অ্যড্রেসে যেটা আপনি দিয়েছিলেন । মেসেজে এবং ইমেইলে চোর আপনার মোবাইলে এখন যে সিম ডুকিয়েছে তার নাম্বার চলে আসবে, আর আপনার মোবাইল ততক্ষন কাজ করবেনা যতক্ষন আপনার দেয়া পাসওয়াড না দেয়া হবে আর শুধু সাইরেন বাজাতেই থাকবে (মেসেজ আর মেইল কিন্তু ঠিকই চলে আসবে আপনার দেয়া নাম্বারে )আর বাংলাদেশ বান্ধব এই সফটওয়্যারটি পাবেন
Click this link...এই ঠিকানায়।
সফটওয়্যারটির ইন্টারফেস অনেকটা এরকম-

আমি আমার Nokia E5 & Nokia N73 এই দুইটাতেই ব্যাবহার করছি,A new SIM card has been detected!
Your phone is currently being used with this phone number: 0097433694827 .এরকম একটা মেইল চলে যাবে আপনার দেয়া এড্রেসে,মোবাইল এর মেসেজটা ডিলিট করে দিয়েছিলাম তাই দেখাতে পারলাম না।
http://probarta.com/post-id/4161

http://www.opest.net/9476.post
http://www.sonarbangladesh.com/blog/khalidmi6/43286

No comments:

Post a Comment