Tuesday, May 31, 2011

আপনার মোবাইলটি লক করে রাখুন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে…

আজ আমি আপনাদের জন্য এমন একটি মোবাইল সফ্টওয়ার এর গল্প নিয়ে এসেছি যেটা ব্যাবহার করে আপনারা মজা পাবেন আর নিজের মধ্যে একটা ভাবও চলে আসতে পারে বন্ধুদের সামনে। হা সেটা হল FingerPrint Scanner . আজ আমি এটার সমন্ধে আপনাদের বলব। এটা আপনি আপনার মোবাইলে ইন্সটল করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটিভ করে নিলে আপনার মোবাইলটি আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কাজ করবেনা। আপনার অনোমতি ছাড়া কেউ আপনার মোবাইলে কোন কাজই করতে পারবেনা।
এটা একটা সিকিউরিটি সফ্টওয়ার। এটা আপনাকে দিচ্ছে জনপ্রিয় মোবাইল সাইট অভি নকিয়া। যা দিয়ে আপনি আপনার মোবাইল অন্যের অবৈধ ব্যাবহার করা থেকে রক্ষা করতে পারবেন। এটা একটা ফ্রি সফ্টওয়ার, এটার জন্য আপনাকে টাকা খরচ করতে হবেনা শুধু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলেই হবে। এটা জাভা এবং সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের যে মোবাইল গুলি টাচস্ক্রিন শুধু সেগুলিতেই চলবে।

প্রথমে আপনাকে
এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি যখন আপনার মোবাইল থেকে এটি ডাউনলোড করবেন তখন সাথে সাথে এটি ইন্সটল হয়ে যাবে।

এখন আপনি আপনার মোবাইলের মেনু থেকে সফ্টওয়ারটি ওপেন করে আপনার ফিঙ্গারপ্রিন্ট একটিভ করে নিন, আর এজন্য আপনার আংগুলটি আপনি মোবাইলের উপর চেপে ধরে রাখুন। দেখুন আপনার আংগুলটি স্কেন করা শুরু করে দিয়েছে, যখন স্কেন শেষ হবে তখন একটা বিপ আওয়াজ দিবে এবং আপনের ফিঙ্গারপ্রিন্ট টি সেভ করে রাখবে। আপনি সেটিংসে গিয়ে মনের মত করে সাজিয়ে নিতে পারেন।
(দু:খিত, ছবি আপলোড করতে পারছিনা)
আপনাকে ধন্যবাদ, কষ্ট করে পোষ্ট টা পড়ার জন্য।

No comments:

Post a Comment