Tuesday, May 31, 2011

জরুরী মূহুর্তের কলের জন্য পাওয়ার জমা করে রাখুন আপনার মোবাইলে…

আজ আমি আপনাদের জন্য মোবাইলের আরেকটা সফ্টওয়ার নিয়ে এসেছি, এটা হয়ত অনেকে ব্যাবহার করেছেন। হা আজ আমি আপনাদের Advanced Battery Saver নিয়ে কথা বলব।

আমার সবচেয়ে বেশী মেজাজ খারাপ থাকে যদি পকেটে টাকা না থাকে আর মোবাইলে চার্য না থাকে। আমরা যারা ব্যাবসায়ি তারা সারাদিন ছুটাছুটির মধ্যেই থাকতে হয় আর একটার পর একটা কল করতে হয় তাই আমাদের মোবাইলের ব্যেটারিও দ্রুত খরচ হয়ে যায়। অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পরতে হয় যখন একটা কল করা জরুরি হয়ে পড়ে কিন্তু মোবাইলে কোন চার্য নেই।

আমি এখন যে সফ্টওয়ারটি নিয়ে বলব সেটা আপনার বিশেষ মূহুর্তের কলের জন্য কিছু পাওয়ার জমা করে রাখবে।
তাহলে আসুন সেই সফ্টওয়ার টার সমন্ধে জেনে নিই।

এটি একটি ফ্রি সফ্টওয়ার, এটার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবেনা শুধু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলেই হবে। আর এটি আপনি পাবেন জনপ্রিয় মোবাইল সাইট অভি থেকে, আর এটা ডাউনলোডের জন্য আপনাকে
এখানে যেতে হবে।এটা জাভা এবং সিম্বিয়ান অপারেটিং সিস্টেম এর মোবাইল গুলিতে কাজ করবে।

এবার ডাউনলোড করার পর সফ্টওয়ারটি ইন্সটল করে নিন। আর আপনি যদি মোবাইল থেকে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করার সাথে সাথে এটা ইন্সটল হয়ে যাবে। এটা আপনার জন্য ৩০% পযর্ন্ত পাওয়ার জমা করে রাখতে সক্ষম, যা আপনার বিশেষ মুহুর্তেরর জন্য কাজে দিবে। এজন্য আপনাকে কিছুই করতে হবেনা, যখনি আপনার মোবাইলের চার্য শেষ হয়ে যাবে তখন সফ্টওয়ারটি অটোমেটিক চালু হয়ে যাবে।

সফ্টওয়ারটি ইন্সটল করার পর সেটিংসে গিয়ে আপনার ইচ্ছামত সাজিয়ে নিন। তবে সেভিং চলাকালিন আপনার ব্লুটুথ, ইন্টারনেট এগুলির অপশান বন্ধ রাখাই ভাল। তাহলে আপনি কিছু বেশী সময় ব্যাকআপ পাবেন।

No comments:

Post a Comment