Tuesday, May 31, 2011

মোবাইল চোরকে আটকে দিন বাংলাদেশে ব্যবহার উপযোগী সফটওয়্যার দিয়ে…

আজ আমি এমন একটা সফট এর কথা জানাব যেটা আমাদের বাংলাদশের প্রতিটা মোবাইল ব্যবহারকারীদের এর জন্য “ফরজ” । সফটওয়্যারটির নাম “FindMe”। আর এটা জাভা অথবা সিম্বিআন অপারাটিং সিসটেম এর যে কোন মোবাইল এ কাজ করবে । এটা মোবাইল এ ইন্সটল করে নিলে আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা আমাদের দেশের অন্ধকার রাস্তায় দাড়িয়ে থাকা ফকিরনির ছেলেরা যদি চায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে।

কারন আপনি যখন সফটটা মোবাইল এ ইন্সটল করে সেটিং এ যাবেন তখন আপনার কাছে তিনটা জিনিস চাবে একটা হল অলটারনেট মোবাইল নাম্বার, আর একটা হল ইমেইল এড্রেস । আর একটা হল পাসওয়ার্ড

এবার বলি এটা কিভাবে কাজ করবে-
আপনার মোবাইলে যদি অন্য কোন সিম ঢোকানো হয় তাহলে সাথে সাথে ম্যাসেজ চলে যাবে ঐ নাম্বারে যেটা আপনি এই সফট টা মোবাইলে ইন্সটল করার সময় দিয়েছিলেন আর মেইল চলে জাবে ঐ ইমেইল অ্যড্রেসে যেটা আপনি দিয়েছিলেন । মেসেজে এবং ইমেইলে চোর আপনার মোবাইলে এখন যে সিম ডুকিয়েছে তার নাম্বার চলে আসবে, আর আপনার মোবাইল ততক্ষন কাজ করবেনা যতক্ষন আপনার দেয়া পাসওয়াড না দেয়া হবে আর শুধু সাইরেন বাজাতেই থাকবে (মেসেজ আর মেইল কিন্তু ঠিকই চলে আসবে আপনার দেয়া নাম্বারে )আর বাংলাদেশ বান্ধব এই সফটওয়্যারটি পাবেন
Click this link...এই ঠিকানায়।
সফটওয়্যারটির ইন্টারফেস অনেকটা এরকম-

আমি আমার Nokia E5 & Nokia N73 এই দুইটাতেই ব্যাবহার করছি,A new SIM card has been detected!
Your phone is currently being used with this phone number: 0097433694827 .এরকম একটা মেইল চলে যাবে আপনার দেয়া এড্রেসে,মোবাইল এর মেসেজটা ডিলিট করে দিয়েছিলাম তাই দেখাতে পারলাম না।
http://probarta.com/post-id/4161

http://www.opest.net/9476.post
http://www.sonarbangladesh.com/blog/khalidmi6/43286

জরুরী মূহুর্তের কলের জন্য পাওয়ার জমা করে রাখুন আপনার মোবাইলে…

আজ আমি আপনাদের জন্য মোবাইলের আরেকটা সফ্টওয়ার নিয়ে এসেছি, এটা হয়ত অনেকে ব্যাবহার করেছেন। হা আজ আমি আপনাদের Advanced Battery Saver নিয়ে কথা বলব।

আমার সবচেয়ে বেশী মেজাজ খারাপ থাকে যদি পকেটে টাকা না থাকে আর মোবাইলে চার্য না থাকে। আমরা যারা ব্যাবসায়ি তারা সারাদিন ছুটাছুটির মধ্যেই থাকতে হয় আর একটার পর একটা কল করতে হয় তাই আমাদের মোবাইলের ব্যেটারিও দ্রুত খরচ হয়ে যায়। অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পরতে হয় যখন একটা কল করা জরুরি হয়ে পড়ে কিন্তু মোবাইলে কোন চার্য নেই।

আমি এখন যে সফ্টওয়ারটি নিয়ে বলব সেটা আপনার বিশেষ মূহুর্তের কলের জন্য কিছু পাওয়ার জমা করে রাখবে।
তাহলে আসুন সেই সফ্টওয়ার টার সমন্ধে জেনে নিই।

এটি একটি ফ্রি সফ্টওয়ার, এটার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবেনা শুধু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলেই হবে। আর এটি আপনি পাবেন জনপ্রিয় মোবাইল সাইট অভি থেকে, আর এটা ডাউনলোডের জন্য আপনাকে
এখানে যেতে হবে।এটা জাভা এবং সিম্বিয়ান অপারেটিং সিস্টেম এর মোবাইল গুলিতে কাজ করবে।

এবার ডাউনলোড করার পর সফ্টওয়ারটি ইন্সটল করে নিন। আর আপনি যদি মোবাইল থেকে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করার সাথে সাথে এটা ইন্সটল হয়ে যাবে। এটা আপনার জন্য ৩০% পযর্ন্ত পাওয়ার জমা করে রাখতে সক্ষম, যা আপনার বিশেষ মুহুর্তেরর জন্য কাজে দিবে। এজন্য আপনাকে কিছুই করতে হবেনা, যখনি আপনার মোবাইলের চার্য শেষ হয়ে যাবে তখন সফ্টওয়ারটি অটোমেটিক চালু হয়ে যাবে।

সফ্টওয়ারটি ইন্সটল করার পর সেটিংসে গিয়ে আপনার ইচ্ছামত সাজিয়ে নিন। তবে সেভিং চলাকালিন আপনার ব্লুটুথ, ইন্টারনেট এগুলির অপশান বন্ধ রাখাই ভাল। তাহলে আপনি কিছু বেশী সময় ব্যাকআপ পাবেন।

আপনার কম্পিউটার এর Speed বাড়ানোর ছোট কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি

১)প্রথমে Start menu > All Programs > Accessories > Notepad- Open করে mystring= (80000000) লিখে
ফাইলটি ram.vbe নামে Desktop এ সেভ করুন । (আন্য কোন নাম ব্যাবহার করবেন না)
২)এবার Start menu >Run এ regedit লিখে Enter চাপুন । এখন রেজিস্ট্রি এডিটর এর বাম পাশের HKEY_CURRENT_USER > Control PanelDesktop-এ Single ক্লিক করুন ।
৩)এবার ডান পাশে Desktopএর Registry গুলো দখেত পাবেন সেখান থেকে MenushowDelay খুজে বের করে নিন এবং ডাবল ক্লিক করুন ।
৪) এবার এর String Editor আসেব। এখানে ভেলু যাই দেয়া থাক না কেন আপনি “0” দিয়ে OK করুন ।
৫) এবার ফাইল মেনুতে গিয়ে Exit প্রেস করুন এবং কম্পিউটার রিস্টার্ট করুন।
৬) এবার কম্পিউটার চালু হলে Desktop এ থাকা ram.vbe ফাইলটি cut করে Start menu > All Programs > startup এ Right ক্লিক করে Open করে (startup ফোল্ডারে) pest করুন।এরপরে আপনার সুবিধার জন্য Hidden করে দিতে পারেন ইচ্ছা করলে।না করলেও ক্ষতি নাই। এখন আপনার কম্পিউটার এর Speed এর পরিবর্তন লক্ষ করুন।সবাইকে ধন্যবাদ।

আপনার মোবাইলটি লক করে রাখুন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে…

আজ আমি আপনাদের জন্য এমন একটি মোবাইল সফ্টওয়ার এর গল্প নিয়ে এসেছি যেটা ব্যাবহার করে আপনারা মজা পাবেন আর নিজের মধ্যে একটা ভাবও চলে আসতে পারে বন্ধুদের সামনে। হা সেটা হল FingerPrint Scanner . আজ আমি এটার সমন্ধে আপনাদের বলব। এটা আপনি আপনার মোবাইলে ইন্সটল করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটিভ করে নিলে আপনার মোবাইলটি আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কাজ করবেনা। আপনার অনোমতি ছাড়া কেউ আপনার মোবাইলে কোন কাজই করতে পারবেনা।
এটা একটা সিকিউরিটি সফ্টওয়ার। এটা আপনাকে দিচ্ছে জনপ্রিয় মোবাইল সাইট অভি নকিয়া। যা দিয়ে আপনি আপনার মোবাইল অন্যের অবৈধ ব্যাবহার করা থেকে রক্ষা করতে পারবেন। এটা একটা ফ্রি সফ্টওয়ার, এটার জন্য আপনাকে টাকা খরচ করতে হবেনা শুধু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলেই হবে। এটা জাভা এবং সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের যে মোবাইল গুলি টাচস্ক্রিন শুধু সেগুলিতেই চলবে।

প্রথমে আপনাকে
এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি যখন আপনার মোবাইল থেকে এটি ডাউনলোড করবেন তখন সাথে সাথে এটি ইন্সটল হয়ে যাবে।

এখন আপনি আপনার মোবাইলের মেনু থেকে সফ্টওয়ারটি ওপেন করে আপনার ফিঙ্গারপ্রিন্ট একটিভ করে নিন, আর এজন্য আপনার আংগুলটি আপনি মোবাইলের উপর চেপে ধরে রাখুন। দেখুন আপনার আংগুলটি স্কেন করা শুরু করে দিয়েছে, যখন স্কেন শেষ হবে তখন একটা বিপ আওয়াজ দিবে এবং আপনের ফিঙ্গারপ্রিন্ট টি সেভ করে রাখবে। আপনি সেটিংসে গিয়ে মনের মত করে সাজিয়ে নিতে পারেন।
(দু:খিত, ছবি আপলোড করতে পারছিনা)
আপনাকে ধন্যবাদ, কষ্ট করে পোষ্ট টা পড়ার জন্য।