আজ Driverনিয়ে লিখতে বসলাম।কম্পিউটার সমন্ধে আমরা যারা জানি Driverএ সম্পর্কে নতুন কিছু বলার প্রয়োজন নেই।আমরা যারা নতুন কম্পিউটার বিষেশ করে লেপটপ ক্রয় করি অনেক সময় Driverসাথে দেওয়া থাকে না।আর দেওয়া থাকলে ও যদি কোন কারণে Driverহারিয়ে যায় বা মুছে যায় তাহলে আমারা মহা ঝামেলা পরে যাব।এই ঝামেলা থেকে রেহাই দিতে আমার আজকের এই লেখাটি।এর জন্য একটি সফট লাগবে এটি হচ্ছে driverchecker ।এর মাধ্যমে আপনি আপনার যে কোন মডেল এর Laptop এবং Desktop এর জন্য সকল Driver খোজে নিতে পারেন।দেখুন কোন কোন Driver পাবেন......

অবশ্যই নেট কানেক্শন থাকতে হবে । এটি মূল্য $৩৯.৯৫ ডলার ।নিচে রেড বৃত্তে দেখুন.......

এছাড়া
www.driverchecker.com
এ গিয়ে এটির সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।এবং ডাউনলোড এর জন্য
www.driverchecker.com
একই ঠিকানায় সাইজ মাএ ৮.০২ mb ।ডাউনলোড শেষে সেটাপ দিয়ে নিন।নিচের মত হবে ,এপর Register এ ক্লিক করতে হবে ............

Register এ ক্লিক করার পর প্রয়োজনীয় সিরিয়াল কি দিতে হবে ।

সিরিয়াল কি দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে ।তারপর.......

তারপর Start Scan এ ক্লিক করলে পেয়ে যাবেন আপনার কাংক্ষিত Driver এবং ডাউনলোড করে নিন ।

এর আগে এটি নিয়ে কেউ লিখে থাকলে অবশ্যই জানাবেন ।আমি আমারটি সরিয়ে ফেলব ।তবে অবশ্যই Driver Checker v2.7.4 ভার্সনটি হতে হবে , অন্যতাই নয় ।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
(বিঃদ্রঃ-সরাসরি সিরিয়াল কি তা দিতে পারলাম না ।তাই যাদের দরকার হয় কমেন্ট এর মাধ্যমে ইমেল নাম্বারটা দিয়ে দিবেন।পাঠিয়ে দিব।আর যারা তাও পারবেন না ,আমাকে ইমেল করতে পারেন mshahabul@yahoo.com এই নম্বরে ।)
অবশ্যই নেট কানেক্শন থাকতে হবে । এটি মূল্য $৩৯.৯৫ ডলার ।নিচে রেড বৃত্তে দেখুন.......
এছাড়া
এ গিয়ে এটির সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।এবং ডাউনলোড এর জন্য
একই ঠিকানায় সাইজ মাএ ৮.০২ mb ।ডাউনলোড শেষে সেটাপ দিয়ে নিন।নিচের মত হবে ,এপর Register এ ক্লিক করতে হবে ............
Register এ ক্লিক করার পর প্রয়োজনীয় সিরিয়াল কি দিতে হবে ।
সিরিয়াল কি দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে ।তারপর.......
তারপর Start Scan এ ক্লিক করলে পেয়ে যাবেন আপনার কাংক্ষিত Driver এবং ডাউনলোড করে নিন ।
এর আগে এটি নিয়ে কেউ লিখে থাকলে অবশ্যই জানাবেন ।আমি আমারটি সরিয়ে ফেলব ।তবে অবশ্যই Driver Checker v2.7.4 ভার্সনটি হতে হবে , অন্যতাই নয় ।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
(বিঃদ্রঃ-সরাসরি সিরিয়াল কি তা দিতে পারলাম না ।তাই যাদের দরকার হয় কমেন্ট এর মাধ্যমে ইমেল নাম্বারটা দিয়ে দিবেন।পাঠিয়ে দিব।আর যারা তাও পারবেন না ,আমাকে ইমেল করতে পারেন mshahabul@yahoo.com এই নম্বরে ।)
serial den> fdrockz@yahoo.com
ReplyDeletebiplobiiuc@yahoo.com
ReplyDelete