Monday, January 3, 2011

নেট থেকে কিভাবে ফ্রী ISD কল করা যায় !!!

নেট থেকে ফ্রী কল করার পদ্ধতিঃ

* প্রথমে এই ফাইলটি ডাউনলোড করে নিন
এখান থেকে (যদি আপনার কম্পিউটারে "উইন রার" ইন্সটল করা না থাকে তবে এখান থেকে ডাউনলোড করুনযদি আপনার কম্পিউটারে "জাভা" ইন্সটল করা না থাকে তবে এখান থেকে ইন্সটল করুন)।
* FriendCaller ফুল ডাউনলোড করার পর ইন্সটল করুন।
* এখন রেজিস্ট্রেশন করুন।




* তারপর মেইল থেকে কনফার্ম করার পর আপনি $ 0.10 ফ্রী ক্রেডিট পাবেন। :D
* এখন লগ ইন করুন।




* ফোনের আইকনে ক্লিক করেন।



* এখন এখান থেকে cheat engine ডাউনলোড করেন।
* এটা ওপেন করে process এ ক্লিক করেন।




* তারপর window list এ ক্লিক করেন।



* এখন friend caller সিলেক্ট করে ওপেন করেন।



* আপনি যার কাছে কল করবেন তার নাম্বার টাইপ করে রাখেন।



* কল করার বাটনে ক্লিক করার পর দেখবেন কল হচ্ছে।



* এই অবস্থায় cheat engine ওপেন করে Enable speedhack এ টিক দিয়ে স্পিড 0.00 করে দিয়ে Apply তে ক্লিক করেন।




এখন সময় স্থির হয়ে গিয়েছে। অনেক্ষন কথা বলার পরেও দেখবেন মাত্র 0.02 কেটেছে। এভাবে ফ্রী কল করে যান।
যখন ব্যালেন্স ফুল শেষ হয়ে যাবে তখন IP পরিবর্তন করে আবার প্রথম থেকে সব করে নতুন আইডি করে ব্যালেন্স বাড়ান।

আর হ্যা অবশ্যয়ই cheat engine এর কাজটা ভাল মতো করতে হবে। নাহলে এক মিনিট কথা বলার পর বন্ধুকে আল-বিদা জানাতে হবে।

1 comment:

  1. vai ami partichina doa kore amake sahajjo koren

    gtalk: alyeasin93
    01735122157
    vai sahajjo korle boroi upokrito hotam

    ReplyDelete