বই এর ডিজিটাল সংস্করণের ফলে দেশের সব শিক্ষার্থীর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদেরও সুবিধা হবে। সারা বছরই এই বই ইন্টারনেটে থাকবে তাই যখন খুশি তখনই ডাউনলোড করে নেয়া যাবে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে বই হারালেও আর কেনার ঝামেলা থাকছে না। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ৮৩ টি বই এখন এনসিটিবির সাইট থেকেই ডাউনলোড করা যাবে। মুদ্রিত সব বই ডিজিটালে রূপান্তর করেছে এইচএসটিসি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
এনসিটিবির নিজস্ব ওয়েবসাইটে রাখা বই ডাউনলোড করতে এনসিটিবির ওয়েব সাইট- www.nctb.gov.bd যেতে হবে। এরপর হোমপেজে গিয়ে ‘টেক্সটবুক উইং’ বাটনে কিক করতে হবে। সেখানে দুটি অপশন দেখা যাবে, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা। আপনার অপশনটি নির্বাচন করে প্রয়োজন মতো বই ডাউনলোড করতে পারবেন। প্রতিটি বই আলাদা ভাবে ডাউনলোডের সুবিধাও পাওয়া যাবে।
No comments:
Post a Comment