Sunday, June 12, 2011

আপনার শিশুর হাতে তুলে দিন নিরাপদ ইন্টারনেট (কপি পেস্ট)


মুহাম্মদ মুফীজুল ইসলাম
ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতে হঠাৎ ইউসুফ সুলতান ভাই কৃর্তক লিখিত এমন একটি মূল্যবান লেখা পেয়ে গেলাম যা আমি বহুদিন যাবত খুঁজছিলাম। আমার মনে হয়, আমার মতো অনেকেই এ ধরনের লেখা খুঁজছেন। এই লেখাটি পাওয়ার পর এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে সাথে সাথে তা এই ব্লগে কপি পেস্ট করতে চেয়েছিলাম। কিন্তু পরক্ষণেই ভাবলাম, আগে নিজে পরীক্ষা করে দেখি।
http://www1.k9webprotection.com/ থেকে সফটওয়ার ডাউনলোড করে ইউসুফ সুলতান ভাইয়ের দেওয়া নিয়ম অনুসরণ করার পর আমি আমার কম্পিউটারকে আমার ও আমার সন্তানদের জন্য নিরাপদ করতে সক্ষম হয়েছি। আশা করি, আপনারাও পারবেন। যদি না পারেন, তাহলে আমাকে জানালে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। এবার আসুন আমরা মূল লেখাটি পড়ি এবং নিজ নিজ কম্পিউটারকে যাবতীয় অশ্লীলতা থেকে মুক্ত করি......
তথ্য-প্রযুক্তির অব্যাহত উৎকর্ষতা পুরো বিশ্বটাকে আমাদের মুঠোয় পুরে দিয়েছে। পড়াশোনা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, ধর্ম-কর্ম সব চলে ইন্টারনেটে। আলো আসার আশায় তাই আমরা ইন্টারনেট তুলে দিচ্ছি আমাদের কোমলমতি শিশু-কিশোরদের হাতে। সাইবার ক্যাফে গড়ে তুলছি, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফ্রি ইন্টারনেট এ্যাক্সেস দিচ্ছি। জেগে জেগে স্বপ্ন দেখছি একটি তথ্য-প্রযুক্তি নির্ভর আগামী প্রজন্মের।
কিন্তু সম্প্রতি সাইবার ক্রাইম রিপোর্টগুলো আমাদের সোনালী স্বপ্নের আশু ভঙ্গনের অশনি সংকেত শোনাচ্ছে। পর্ণোগ্রাফি, হ্যাকিং, ফিসিং, অস্ত্র প্রদর্শনী, ড্রাগ ইত্যাদি বিভিন্ন কারণে ইন্টারনেট এখন শিশু-কিশোরদের জন্য সবচেয়ে অনিরাপদ প্রযুক্তি। শিশুর কোমল মস্তিস্ক সহজেই বিকৃত করতে পারে এ প্রযুক্তি।
শিশু-কিশোরদের অবাধ যৌনাচরণ, ড্রাগ এ্যাডিকশন, ক্রিমিনাল এ্যাকটিভিটি – এ সব কিছুর জন্য অনেকটাই দায়ী বর্তমান ইন্টারনেট। আমাদের দেশের প্রেক্ষাপটে হয়ত আমার এ দাবীটা এখনই সবাই মেনে নিতে পারবেন না। হয়ত বলবেন, ইন্টারনেটের চেয়ে হলিউড আর বলিউডের প্রভাব কম কীসে? কিন্তু বিশ্বের অন্যান্য দেশের পরিসংখ্যান এটাই বলে যে, যত দ্রুত এ দেশে ইন্টারনেট ছড়িয়ে যাবে, তত দ্রুত এটি বলিউড-হলিউডের চেয়ে বেশি ভয়ংকর ও ক্ষতিকর হয়ে দাঁড়াবে।
ইন্টারনেটের ভালো দিক অবশ্যই আছে। কিন্তু শিশু-কিশোরের সে সব ভালো দিকগুলোতে আটকে রাখা খুব কঠিন ব্যাপার। বর্তমান বিশ্বের অন্যতম বড় ব্যবসায়িক ইন্ডাস্ট্রি হলো পর্ণো ইন্ডাস্ট্রি। সার্চ ইঞ্জিনসহ সব বড় বড় জনপ্রিয় সাইটই পর্ণো ইন্ডাস্ট্রিকে সাথে নিয়ে কাজ করে।
সব মিলিয়ে শিশু-কিশোরদের হাতে ইন্টারনেট তুলে দিতে একজন অভিভাবক হিসেবে সবসময়ই আমাদের আতঙ্কিত থাকতে হয়। আর সে জন্যই আজকের এই সফটওয়্যার রিভিউ।
এই সফটওয়ারটি দিয়ে ব্যক্তিগত কম্পিউটার বা এক নেটওয়ার্কভুক্ত একাধিক কম্পিউটারে ইন্টারনেট এ্যাক্সেসে নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব। সফটওয়্যারটির একাধিক শক্তিশালী অপশন সে নিয়ন্ত্রণকে আরো সুচারুরূপে আরোপ করতে সাহায্য করে।
নিম্নে ধাপে ধাপে সফটওয়ারটির ডাউনলোড, ইন্সটলেশন ও ব্যবহারবিধি তুলে ধরা হলো----
ডাউনলোড ও ইন্সটলেশন :
ক. লিংক : http://www1.k9webprotection.com/
এই সাইটে গিয়ে ডান পাশে ‘Download k9 protection today for free’ তে ক্লিক করুন।
খ. এরপর যে পেইজ আসবে, সেখানে নাম ও ই-মেইল লিখুন।
গ. এরপর আপনার ই-মেইল ক্লায়েন্ট খুলুন। তাতে একটি ই-মেইল পাবেন।
ঘ. ই-মেইলে একটি লিংক ও পাসওয়ার্ড দেয়া থাকবে। লিংকে (Download K9 web protection) ক্লিক করুন এবং পাসওয়ার্ড সংরক্ষণ করুন।
ঙ. লিংকে দেয়া পেইজে গিয়ে আপনার ব্যবহৃত অপারেটিং সিস্টেমের লিংকে ক্লিক করুন।
— এরপর সফটওয়্যারটি ডাউনলোড হবে।
চ. ইন্সটলেশন শুরু করার পর লাইসেন্স চাওয়া হবে। সেখানে ই-মেইলে পাওয়া পাসওয়ার্ডটি লিখে দিন।
ছ. পরে নিম্নের চিত্রের মতো পাসওয়ার্ড দেয়ার অপশন আসবে। সেখানে পছন্দমত এ্যাডমিন পাসওয়ার্ড দিন। এটা পরবর্তীতে সফটওয়্যারটি খুলতে, চেঞ্জ করতে, আনইনস্টল করতে, যে কোনো রকম নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হবে।
জ. এরপর ইন্সটলেশন শেষে রিস্টার্ট’ করার কথা বলা হলে পিসি রিস্টার্ট করে নিন।
ব্যবহারবিধি :
ক. ডেস্কটপ থেকে সফটওয়্যারটি ওপেন করুন। আপনার ওয়েব ব্রাউজারে নিম্নের চিত্রের মতো তা ওপেন হবে।
খ. মাঝের বক্স ‘setup’ এ ক্লিক করুন। পাসওয়ার্ড বক্স আসলে ইন্সটলেশনের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন, তা দিন।
গ. সেটাপে High, Default, Moderate, Minimal, Monitor ও Custom আছে। প্রথম চারটি চার লেভেলের নিয়ন্ত্রণ আরোপ করে। আর চতুর্থটি কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না, তবে সব রকম ওয়েব এ্যাক্সেস মনিটর করে। যা পরে রিপোর্টে দেখা যায়।
ঘ. সর্বশেষ অপশনটি দিয়ে ইচ্ছেমতো বিভিন্ন ক্যাটাগরীর নিয়ন্ত্রণ আরোপ ও বন্ধ করা যাবে।
ঙ. বাঁ পাশ থেকে ‘Time restriction’ নির্বাচন করে সময়ভিত্তিক ইন্টারনেট এ্যাক্সেস নিয়ন্ত্রণ করা যাবে। ‘Unrestricted’ সিলেক্ট করলে সবসময় ইন্টারনেট এ্যাক্সেস করা যাবে। তবে পূর্বে সিলেক্টকৃত ক্যাটাগরীর ওয়েবসাইট ব্লক করা থাকবে। ‘Night Guard’ দিয়ে রাতের নির্দিষ্ট সময় সব রকম ইন্টারনেট এ্যাক্সেস ব্লক করা যাবে। ‘Custom’ দিয়ে অন্য যে কোনো সময় সব রকম ইন্টারনেট এ্যাক্সেস ব্লক করা যাবে।
চ. বাঁ পাশ থেকে ‘Web site exceptions’ ক্লিক করে আরো কিছু অপশন ঠিক করে নিতে পারেন। কোনো ক্যাটাগরী ব্লক করার পর কোনো নির্দিষ্ট সাইটকে আন-ব্লক করতে ‘Always Allow’ এর ঘরে সাইটটি লিখে ‘Add to list’ এ ক্লিক করুন। আর কোনো নির্দিষ্ট সাইট আলাদা ভাবে ব্লক করার জন্য ‘Always block’ এ তা লিখে ‘Add to list’ এ ক্লিক করুন।
ছ. বাঁ পাশ থেকে ‘Blocking Effects’ ক্লিক করে আরো কিছু অপশন নির্বাচন করতে পারেন। ‘Bark when blocked’ ক্লিক করলে কোনো সাইট ব্লক করার সময় আওয়াজ হবে। ফলে আপনি অন্য রুমে থাকলেও আওয়াজ শুনে বুঝতে পারবেন যে আপনার শিশু কোনো ব্লকড সাইট দেখতে চাচ্ছিল।
আবার Show admin options এ ক্লিক করলে কোনো সাইট ব্লক করার পর তাতে কিছু ‘এ্যাডমিন অপশন দেখানো হবে। যেমন, পাসওয়ার্ড দেয়া সাপেক্ষে সাময়িকভাবে সাইটটি ওপেন করা ইত্যাদি। বাই ডিফল্ট অপশনটা টিক দেয়া থাকে, না চাইলে টিক উঠিয়ে দিতে হবে।
‘Enable Time out এ টিক দিলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক ব্লক সাইট খোলার চেষ্টা করা হলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ ভাবে ইন্টারনেট এ্যাক্সেস ব্লক করা থাকবে। যেমন ১০ মিনিটে কেউ ১০টি ব্লক সাইট খোলার চেষ্টা করলো, তাহলে পরবর্তী আধ ঘন্টা সব রকম ইন্টারনেট এ্যাক্সেস ব্লক করা থাকবে। নির্দিষ্ট সময়, ব্লক সাইট সংখ্যা, এ্যাক্সেস বন্ধ রাখার সময় ইত্যাদি নিচে থেকে ঠিক করে নেয়া যাবে।
জ. বাঁ পাশ থেকে ‘URL keywords’ এ ক্লিক করে সাইট ব্লক করার জন্য আরো কিছু কী ওয়ার্ড বা শব্দ যোগ করা যাবে। যেমন, আপনি চাচ্ছেন ‘love’ সংক্রান্ত সকল সাইট ব্লক করতে। ‘ক্যাটাগরী ব্লক’ অপশনে আপনি এই ক্যাটাগরী ব্লক করেছেন, কিন্তু এতে কিছু বাংলা সাইট এখনো আনব্লক থেকে যাচ্ছে। তাহলে আপনি এখানে সেসব শব্দ যোগ করে নিতে পারেন। উদাহরণস্বরুপ আপনি ‘joubon’ লিখলে এ নামে যত সাইট থাকবে, বা এই কী ওয়ার্ডযুক্ত যত সাইট থাকবে, সব ব্লক হয়ে যাবে।
ঝ. বাঁ পাশ থেকে ‘Advanced’ এ ক্লিক করে আরো কিছু অপশন মডিফাই করতে পারেন। ‘Force safe search’ ও ‘block unsafe search’ ব্যবহার করে আপনি সার্চ ইঞ্জিনগুলোকে সেফ সার্চ রেজাল্ট দেখাতে বাধ্য করতে পারেন। ফলে আপনার শিশু সার্চ ইঞ্জিনে কোনো অনুচিত শব্দ লিখে সার্চ করলেও সার্চ ইঞ্জিন তাকে নিষিদ্ধ রেজাল্ট দেখাবে না। ‘Filter secure traffic’ ব্যবহার করে https সিকিউর কানেকশনের ট্রাফিকেও নিয়ন্ত্রণ আরোপ করা যাবে। এটা টিক দিয়ে রাখাই ভালো।
ঞ. উপর থেকে ‘View internet activity’ ক্লিক করে সকল ইন্টারনেট এ্যাক্টিভিটি দেখা যাবে। আপনার শিশু কোন কোন সাইট ভিজিট করেছে বা করার চেষ্টা করেছে, সব রিপোর্ট এখানে পাবেন।

Tuesday, May 31, 2011

মোবাইল চোরকে আটকে দিন বাংলাদেশে ব্যবহার উপযোগী সফটওয়্যার দিয়ে…

আজ আমি এমন একটা সফট এর কথা জানাব যেটা আমাদের বাংলাদশের প্রতিটা মোবাইল ব্যবহারকারীদের এর জন্য “ফরজ” । সফটওয়্যারটির নাম “FindMe”। আর এটা জাভা অথবা সিম্বিআন অপারাটিং সিসটেম এর যে কোন মোবাইল এ কাজ করবে । এটা মোবাইল এ ইন্সটল করে নিলে আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা আমাদের দেশের অন্ধকার রাস্তায় দাড়িয়ে থাকা ফকিরনির ছেলেরা যদি চায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে।

কারন আপনি যখন সফটটা মোবাইল এ ইন্সটল করে সেটিং এ যাবেন তখন আপনার কাছে তিনটা জিনিস চাবে একটা হল অলটারনেট মোবাইল নাম্বার, আর একটা হল ইমেইল এড্রেস । আর একটা হল পাসওয়ার্ড

এবার বলি এটা কিভাবে কাজ করবে-
আপনার মোবাইলে যদি অন্য কোন সিম ঢোকানো হয় তাহলে সাথে সাথে ম্যাসেজ চলে যাবে ঐ নাম্বারে যেটা আপনি এই সফট টা মোবাইলে ইন্সটল করার সময় দিয়েছিলেন আর মেইল চলে জাবে ঐ ইমেইল অ্যড্রেসে যেটা আপনি দিয়েছিলেন । মেসেজে এবং ইমেইলে চোর আপনার মোবাইলে এখন যে সিম ডুকিয়েছে তার নাম্বার চলে আসবে, আর আপনার মোবাইল ততক্ষন কাজ করবেনা যতক্ষন আপনার দেয়া পাসওয়াড না দেয়া হবে আর শুধু সাইরেন বাজাতেই থাকবে (মেসেজ আর মেইল কিন্তু ঠিকই চলে আসবে আপনার দেয়া নাম্বারে )আর বাংলাদেশ বান্ধব এই সফটওয়্যারটি পাবেন
Click this link...এই ঠিকানায়।
সফটওয়্যারটির ইন্টারফেস অনেকটা এরকম-

আমি আমার Nokia E5 & Nokia N73 এই দুইটাতেই ব্যাবহার করছি,A new SIM card has been detected!
Your phone is currently being used with this phone number: 0097433694827 .এরকম একটা মেইল চলে যাবে আপনার দেয়া এড্রেসে,মোবাইল এর মেসেজটা ডিলিট করে দিয়েছিলাম তাই দেখাতে পারলাম না।
http://probarta.com/post-id/4161

http://www.opest.net/9476.post
http://www.sonarbangladesh.com/blog/khalidmi6/43286

জরুরী মূহুর্তের কলের জন্য পাওয়ার জমা করে রাখুন আপনার মোবাইলে…

আজ আমি আপনাদের জন্য মোবাইলের আরেকটা সফ্টওয়ার নিয়ে এসেছি, এটা হয়ত অনেকে ব্যাবহার করেছেন। হা আজ আমি আপনাদের Advanced Battery Saver নিয়ে কথা বলব।

আমার সবচেয়ে বেশী মেজাজ খারাপ থাকে যদি পকেটে টাকা না থাকে আর মোবাইলে চার্য না থাকে। আমরা যারা ব্যাবসায়ি তারা সারাদিন ছুটাছুটির মধ্যেই থাকতে হয় আর একটার পর একটা কল করতে হয় তাই আমাদের মোবাইলের ব্যেটারিও দ্রুত খরচ হয়ে যায়। অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পরতে হয় যখন একটা কল করা জরুরি হয়ে পড়ে কিন্তু মোবাইলে কোন চার্য নেই।

আমি এখন যে সফ্টওয়ারটি নিয়ে বলব সেটা আপনার বিশেষ মূহুর্তের কলের জন্য কিছু পাওয়ার জমা করে রাখবে।
তাহলে আসুন সেই সফ্টওয়ার টার সমন্ধে জেনে নিই।

এটি একটি ফ্রি সফ্টওয়ার, এটার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবেনা শুধু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলেই হবে। আর এটি আপনি পাবেন জনপ্রিয় মোবাইল সাইট অভি থেকে, আর এটা ডাউনলোডের জন্য আপনাকে
এখানে যেতে হবে।এটা জাভা এবং সিম্বিয়ান অপারেটিং সিস্টেম এর মোবাইল গুলিতে কাজ করবে।

এবার ডাউনলোড করার পর সফ্টওয়ারটি ইন্সটল করে নিন। আর আপনি যদি মোবাইল থেকে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করার সাথে সাথে এটা ইন্সটল হয়ে যাবে। এটা আপনার জন্য ৩০% পযর্ন্ত পাওয়ার জমা করে রাখতে সক্ষম, যা আপনার বিশেষ মুহুর্তেরর জন্য কাজে দিবে। এজন্য আপনাকে কিছুই করতে হবেনা, যখনি আপনার মোবাইলের চার্য শেষ হয়ে যাবে তখন সফ্টওয়ারটি অটোমেটিক চালু হয়ে যাবে।

সফ্টওয়ারটি ইন্সটল করার পর সেটিংসে গিয়ে আপনার ইচ্ছামত সাজিয়ে নিন। তবে সেভিং চলাকালিন আপনার ব্লুটুথ, ইন্টারনেট এগুলির অপশান বন্ধ রাখাই ভাল। তাহলে আপনি কিছু বেশী সময় ব্যাকআপ পাবেন।

আপনার কম্পিউটার এর Speed বাড়ানোর ছোট কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি

১)প্রথমে Start menu > All Programs > Accessories > Notepad- Open করে mystring= (80000000) লিখে
ফাইলটি ram.vbe নামে Desktop এ সেভ করুন । (আন্য কোন নাম ব্যাবহার করবেন না)
২)এবার Start menu >Run এ regedit লিখে Enter চাপুন । এখন রেজিস্ট্রি এডিটর এর বাম পাশের HKEY_CURRENT_USER > Control PanelDesktop-এ Single ক্লিক করুন ।
৩)এবার ডান পাশে Desktopএর Registry গুলো দখেত পাবেন সেখান থেকে MenushowDelay খুজে বের করে নিন এবং ডাবল ক্লিক করুন ।
৪) এবার এর String Editor আসেব। এখানে ভেলু যাই দেয়া থাক না কেন আপনি “0” দিয়ে OK করুন ।
৫) এবার ফাইল মেনুতে গিয়ে Exit প্রেস করুন এবং কম্পিউটার রিস্টার্ট করুন।
৬) এবার কম্পিউটার চালু হলে Desktop এ থাকা ram.vbe ফাইলটি cut করে Start menu > All Programs > startup এ Right ক্লিক করে Open করে (startup ফোল্ডারে) pest করুন।এরপরে আপনার সুবিধার জন্য Hidden করে দিতে পারেন ইচ্ছা করলে।না করলেও ক্ষতি নাই। এখন আপনার কম্পিউটার এর Speed এর পরিবর্তন লক্ষ করুন।সবাইকে ধন্যবাদ।

আপনার মোবাইলটি লক করে রাখুন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে…

আজ আমি আপনাদের জন্য এমন একটি মোবাইল সফ্টওয়ার এর গল্প নিয়ে এসেছি যেটা ব্যাবহার করে আপনারা মজা পাবেন আর নিজের মধ্যে একটা ভাবও চলে আসতে পারে বন্ধুদের সামনে। হা সেটা হল FingerPrint Scanner . আজ আমি এটার সমন্ধে আপনাদের বলব। এটা আপনি আপনার মোবাইলে ইন্সটল করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটিভ করে নিলে আপনার মোবাইলটি আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কাজ করবেনা। আপনার অনোমতি ছাড়া কেউ আপনার মোবাইলে কোন কাজই করতে পারবেনা।
এটা একটা সিকিউরিটি সফ্টওয়ার। এটা আপনাকে দিচ্ছে জনপ্রিয় মোবাইল সাইট অভি নকিয়া। যা দিয়ে আপনি আপনার মোবাইল অন্যের অবৈধ ব্যাবহার করা থেকে রক্ষা করতে পারবেন। এটা একটা ফ্রি সফ্টওয়ার, এটার জন্য আপনাকে টাকা খরচ করতে হবেনা শুধু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলেই হবে। এটা জাভা এবং সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের যে মোবাইল গুলি টাচস্ক্রিন শুধু সেগুলিতেই চলবে।

প্রথমে আপনাকে
এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি যখন আপনার মোবাইল থেকে এটি ডাউনলোড করবেন তখন সাথে সাথে এটি ইন্সটল হয়ে যাবে।

এখন আপনি আপনার মোবাইলের মেনু থেকে সফ্টওয়ারটি ওপেন করে আপনার ফিঙ্গারপ্রিন্ট একটিভ করে নিন, আর এজন্য আপনার আংগুলটি আপনি মোবাইলের উপর চেপে ধরে রাখুন। দেখুন আপনার আংগুলটি স্কেন করা শুরু করে দিয়েছে, যখন স্কেন শেষ হবে তখন একটা বিপ আওয়াজ দিবে এবং আপনের ফিঙ্গারপ্রিন্ট টি সেভ করে রাখবে। আপনি সেটিংসে গিয়ে মনের মত করে সাজিয়ে নিতে পারেন।
(দু:খিত, ছবি আপলোড করতে পারছিনা)
আপনাকে ধন্যবাদ, কষ্ট করে পোষ্ট টা পড়ার জন্য।

Saturday, April 2, 2011

পিডিএফ ফাইলে এ্যানিমেশন দেওয়া

প্রেজেন্টশনের জন্য পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। পাওয়ার পয়েন্টের কিছু সুবিধা যেমন, প্রতি পেজ পরিবর্তনের সময় এ্যানিমেশন দেওয়া, মিউজিক দেওয়া বা ফুল স্ক্রিনে চলা ইত্যাদি যদি পিডিএফ এ দেওয়া যেত তাহলে কেমন হতো! এমনই পিডিএফ ফাইল বানানো যায় ‘পিডিএফরিজাটর’ সফটওয়্যার দ্বারা।
এ্যানিমেশন যুক্ত পিডিএফ বানাতে সফটওয়্যারটি চালু করে ইচ্ছামত ছবি বা পিডিএফ ফাইল খুলুন। এবার ডানে Document ট্যাবে গিয়ে Presentation Mode এর ড্রপ-ডাউন থেকে Yes করুন। পিডিএফ ফাইলটি চলার সময় কোন মিউজিক শুনতে চাইলে Background Music এ মিউজিক আনতে পারেন। এছাড়াও Metadata এর দরকারি তথ্য দিতে পারেন। এবার বিভিন্ন পেজে এ্যানিমেশন দিতে পেজটি নির্বাচন করে Page ট্যাব থেকে Transition effect এ পছন্দের ইফেক্টস দিন। এভাবে প্রত্যেক পেজে আলাদা আলাদা অথবা একাধিক বা সকল পেজ নির্বাচন করে পছন্দের ইফেক্টস দিতে পারেন। সবশেষে Convert to PDF এ ক্লিক করে পিডিএফ ফাইল তৈরী করুন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই পিডিএফ ফাইলের সকল এ্যানিমেশন বা মিউজিক এডোবি রিডারে ভালোভাবে চলবে। অনান্য পিডিএফ রিডারে এ্যানিমেশন বা মিউজিক ঠিকমত নাও চলতে পারে।
৩ মেগাবাইটের মত
ফ্রিওয়্যার সফটওয়্যারটি www.rttsoftware.com/pdfrizator.html থেকে ডাউনলোড করা যাবে।

সহজেই নেটওয়ার্কের কম্পিউটার বন্ধ করা

যাদের একসাথে অনেক কম্পিউটার বন্ধ করার প্রয়োজন হয় তারা সাধারণ একটি একটি করে কম্পিউটার বন্ধ করে থাকে। এটা বেশ সময় সাপেক্ষ এবং ঝামেলার ব্যাপার। তবে ল্যান শার্টডাউন সফটওয়্যার থাকলে এক ক্লিকে একাধিক কম্পিউটার বন্ধ, রিস্টার্ট এবং লগঅফ করা যায়। অফিসে অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কে থাকলে বা কম্পিউটার ল্যাবের ক্ষেত্রে এই সফটওয়্যার বেশ কাজে দেবে। মাত্র ১ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.lantricks.com/lanshutdown থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল করার পরে কম্পিউটারগুলো যুক্ত করতে হবে। এরপরে যে যে কম্পিউটার বন্ধ করতে চান সেগুলো নির্বাচন করে অপশন Shutdown বাটন নির্বাচন করে (Force Terminating Application নির্বাচিত রেখে) Shutdown! বাটনে ক্লিক করলেই হবে।